আপনি নতুন ফ্ল্যাট কিনেছেন, বা জমি কিনে নতুন বাড়ি তৈরি করেছেন? কিন্তু সম্পূর্ণ হয়ে যাওয়ার পরও কিছু কিছু ত্রুটি থেকে যায়। বা বলতে পারি অনেক সময় চাইলেও সঠিক ভাবে বাস্তু অনুসারে ঘর বাড়ি তৈরি করা সম্ভব হয়ে ওঠে না। আজকের এই প্রতিবেদনে আমি বলবো নতুন বাড়ি বা ফ্ল্যাট সাজানোর পরেও কিছু কিছু ছোট খাটো দোষ থেকে যায়। যার কারণে অনেক সময় আপনার পরিবারে লেগে থাকে ছোট খাটো অশান্তি, ঝুট ঝামেলা। আয়ের তুলনায় ব্যায় বেশি, ব্যবসায় মন্দা, ঋণ, মামলা মোকদ্দমা, রোগ ব্যাধি, এছাড়াও আরও অনেক কিছু হতে পারে। বাস্তু, ফেংশুই মতে এমন কিছু কিছু সহজ লভ্য দ্রব্য আছে, যা দিয়ে অতি সহজেই বাস্তু দোষ নিয়ন্ত্রণ করা যায়। আমার আজকের বিষয় ঝুলন্ত স্ফটিক বল!
একটি বিশেষ দিকে স্ফটিক বল ঝুলিয়ে দিলে, ঐ স্থান থেকে পজেটিভ শক্তি লাভ করা যায়। খেয়াল রাখতে হবে, আপনার ঘরের দরজা বা জানালা, যে স্থান দিয়ে সূর্যের আলো প্রবেশ করতে পারে এমন যায়গা, অথবা বৈঠক খানা ঘরের দক্ষিণ পশ্চিম কোণে অবশ্যই খোলা, বায়ু প্রবেশে বাধাহীন, এমন দরজা বা জানালার একটু সামান্য ভেতরের দিকে ঝুলিয়ে দিন। স্ফটিক বল থেকে বিচ্ছুরিত সাতটি রশ্মি নয়টি গ্রহের কাজ করে। এতে আপনার পরিবারের গ্রহ শান্তি সবসময় বজায় থাকবে। তবে অবশ্যই আগে সেটা শুদ্ধ করে নিতে হবে, কারণ অনেক সময় স্ফটিক বলে নেগেটিভ শক্তির উপস্থিতি থাকে। স্ফটিক বল শুদ্ধ করার জন্য প্রথমে একটি পরিষ্কার কাঁচের গ্লাসে, পরিষ্কার শুদ্ধ জল নিয়ে নেবেন। যাতে স্ফটিক বল টি সম্পূর্ণ ভাবে ডুবে যায়, এমন পরিমাণ জল নেবেন। তার পর সেই জলে ৪ ( চার ) চায়ের চামচ পরিমাণ সৈন্ধব লবণ ভালো করে মিশিয়ে নিন, এরপর ঐ জলের মধ্যে স্ফটিক বল টি কে সম্পূর্ণ ডুবিয়ে দিন। এই ভাবে সাতদিন রেখে দিন।
তারপর নুন জল থেকে বলটি তুলে আবার পরিষ্কার শুদ্ধ জলে ভালো করে ধুয়ে নিন। তারপর বলটিকে সকালের প্রথম রৌদ্রে, প্রায় ঘন্টা তিনেক একটি চিনামাটির পাত্রে রেখে শুকিয়ে নিন। এই তিন ঘণ্টা নিজের মনকে সর্বদা প্রফুল্লিত ও আনন্দদায়ক রাখুন। নিজের চারপাশের প্রকৃতিকে যতটা সম্ভব আনন্দদায়ক কল্পনা করে বলটি পাত্র থেকে তুলুন। এবং সেই অবস্থায় বলটি বাঁ হাতে রেখে, ডান হাত দিয়ে চাপা দিন। এই অবস্থায় দুই চোখ বন্ধ করে, আবার আগের আনন্দদায়ক পরিবেশ টি কল্পনা করুন। বা নিজের যে কোনো আনন্দদায়ক সেরা মূহুর্তটির কল্পনা করুন।
এই রকম আনন্দদায়ক মূহুর্তে বলটি সঠিক স্থানে ঝুলিয়ে দিন। দেখবেন খুব শিঘ্রই আপনার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। সব শেষে একটাই কথা বলবো, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি জ্যোতিষ, বাস্তু, ফেংশুই, যন্ত্র, তন্ত্র সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের এই পেজটি তে লাইক দিন, আর আমাদের ইউটিউব চ্যানেল ( DHAR ARTS ) টি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকন টি প্রেস করে দিন......।










ليست هناك تعليقات:
إرسال تعليق