পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

জানুন ব্রহ্মা স্বরূপ দেব শিল্পী বিশ্বকর্মার জীবন কাহিনী....!

ছবি
এসে গেল বছরের সেই সময় যখন ঘুড়িতে ঘুড়িতে ছেয়ে উঠেছে আকাশ। প্রতিবছর এই সময় আসেন বিশ্বকর্মা, আর ছড়িয়ে দিয়ে যান একমুঠো দুর্গাপুজোর গন্ধ, একরাশ ভাললাগা। আমার বিষয় বাস্তু! তাই আমি বাস্তু বিষয়ক আলোচনা করবো এটাই স্বাভাবিক। অথচ এই  আলোচনার মাঝে যদি দেব শিল্পী বিশ্বকর্মা কে নিয়ে আলোচনা না করি,তাহলে ভীষণ অন্যায় হবে। অবশ্যই এই বিশ্ব সংসার ঈশ্বরের স়ংকল্প মাত্রই সৃষ্টি হয়েছে। আর ঈশ্বরের সেই সংকল্প কে সাকার রূপ দিয়েছেন বাস্তুকার দেব শিল্পী বিশ্বকর্মা। আজ আমি দেব শিল্পী বিশ্বকর্মা সম্পর্কিত কিছু অজানা তথ্য তুলে ধরবো, যা হয়তো আপনি আগে শোনেননি।বিশ্বকর্মার জন্ম নিয়ে নানা পুরাণে নানা রকম কাহিনি প্রচলিত রয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে, ব্রহ্মার নাভিদেশ থেকে বিশ্বকর্মার জন্ম। তাই এই ছবিটি দেখলে মনে হয় , দেব শিল্পী বিশ্বকর্মা যেন সৃষ্টি কর্তা প্রজাপতি ব্রহ্মারই অবতার বা একটি রূপ!  আবার মৎস্য পূরাণ ও ভবিষ্য পুরান মতে তাঁর জন্ম অষ্টবসুর মধ্যে যিনি পঞ্চ ভূতের  অন্যতম আকাশের দেবতা দ্যায়ুস ওরফে প্রভাসের ঔরসে দেবগুরু বৃহস্পতির ভগিনী যোগ সিদ্ধা বরবর্ণিনীর  গর্ভে। এখানে উল্লেখ যোগ্য যে, এই সেই প্রভাস, যে