২০২৪ এর অশুভ প্রভাব কে নষ্ট করতে আসন্ন মৌনী অমাবস্যায় মেনে চলুন কিছু নিয়ম।
২০২৪ এর অশুভ প্রভাব কে নষ্ট করতে আসন্ন মৌনী অমাবস্যায় মেনে চলুন কিছু নিয়ম।
Mauni Amavasya 2024: চলতি বছর ৯ই ফেব্রুয়ারি মৌনী অমাবস্যা পালিত হবে। এই বছরে দিনটি পড়েছে শুক্রবার। জ্যোতিষ ও পুরাণ অনুযায়ী শুক্রবার দিনটি হলো মা লক্ষ্মীর। আর দৈত্যগুরু শুক্র হল ঐশ্বর্য্য ও ধন বৃদ্ধির কারক। তাই জ্যোতিষ মতে এই দিনটি বিশেষ গুরুত্ব বহন করে
হাইলাইটস
৯ই ফেব্রুয়ারি মৌনী অমাবস্যা পালিত হবে।
এই তিথিতে ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজে পর্ব স্নান করা হয়।
এই তিথিতে পিতৃপুরুষদের শান্তির উদ্দেশে তর্পণ ও শ্রাদ্ধ করা হয়ে থাকে।
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী মাঘ মাসের কৃষ্ণ পক্ষের অমাবস্যা তিথি। চলতি বছরে ৯ই ফেব্রুয়ারি , শুক্রবার পড়েছে। মৌনী অমাবস্যা তিথিটি পুজো, ও ধর্মীয় কাজকর্মের জন্য বিশেষ তাৎপর্য রয়েছে।
শাস্ত্র মতে মাঘ মাসের মৌনী অমাবস্যা ধর্মীয় কাজকর্মের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। এই তিথির অধিপতি পিতৃ অর্থাৎ পিতৃপুরুষ। তাই এই তিথিতে পিতৃপুরুষদের শান্তির উদ্দেশে তর্পণ ও শ্রাদ্ধ করা হয়ে থাকে। পাশাপাশি এ দিন পিতৃদোষ ও কালসর্প দোষ থেকে মুক্তির জন্য উপবাস করা হয়।
চলতি বছর ৯ ই ফেব্রুয়ারি ২০২৪ মৌনী অমাবস্যা পালিত হবে। এমনিতেই জ্যোতিষশাস্ত্রে অমাবস্যার দিন কে বিশেষ গুরুত্বও দেওয়া হয়। মাঘ মাসের এই অমাবস্যা মৌনী অমাবস্যা নামে পরিচিত । এবারের অমাবস্যার দিন টি পড়েছে শুক্রবার। জ্যোতিষ ও পুরাণ অনুসারে শুক্রবার দিনটি মা লক্ষ্মীর। আর দৈত্যগুরু শুক্র হল ঐশ্বর্য্য ও ধন বৃদ্ধির কারক। তাই জ্যোতিষ মতে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে।
কিন্তু জানেন কি কেন পালন করা হয় মৌনী অমাবস্যা ? বা এই দিনে কেন মৌনতা পালন করা হয় কেন ?
এখানে বলে রাখি যদি সদ্যই আপনি আপনার কোনো প্রিয় জনকে চিরতরে হারিয়ে ফেলেন, অর্থাৎ তিনি ইহলোক ত্যাগ করে পরলোক বাসী হয়েছেন । কিন্তু আপনার মন যে কিছুতেই মানতে চায় না। ফলে আপনার মন থাকে সর্বক্ষণ চঞ্চল। যার কারণে আপনি আপনার কর্মের প্রতি একাগ্রতা হারিয়ে ফেলেছেন। এখন এর থেকে প্রতিকারের উপায় কি ? তাহলে শুনুন........
জ্যোতিষ অনুসারে মনের দেবতা হলেন চন্দ্রদেব। আর অমাবস্যা তিথিতে যেহেতু চন্দ্রদেব অনুপস্থিত থাকেন, সেই কারণে স্বাভাবিক ভাবেই এদিন মন আরও বিচলিত হয়ে পড়ে। সেই কারণে এদিন মৌনতা পালন করলে মন শান্ত হয়। সেই কারণে মৌনী অমাবস্যায় মৌনতা পালন করার রীতি প্রচলিত আছে।
হিন্দু ধর্মে, অমাবস্যা তিথি প্রতি মাসের কৃষ্ণপক্ষের অন্তিম দিনে হয়। বছরে ১২টি অমাবস্যার মধ্যে মৌনী অমাবস্যার নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে।এটিই একমাত্র অমাবস্যা যার মধ্যে স্নান, দান, ছাড়াও নীরব থাকা খুব জরুরি। এই দিনে নীরবতা পালন করলে জপ, তপ, ধ্যান ও পূজার ফল প্রাপ্তি হয়।
পাঠক বন্ধু আমি প্রথমেই বললাম যে চলতি বছর ৯ই ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার মৌনী অমাবস্যা পালিত হবে। আর এই অমাবস্যার সময় কাল বিস্তারিত ভাবে আমি এই ভিডিওর ডেস্ক্রিপশনে দিয়ে দিলাম, অবশ্যই দেখে নেবেন।
কবে মৌনী অমাবস্যা?
আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার পালিত হবে মৌনী অমাবস্যা। ঐদিন সকাল ৮টা ২ মিনিটে শুরু হবে অমাবস্যা তিথি। আর এই মাঘ কৃষ্ণ অমাবস্যা তিথির অবসান হবে পরের দিন অর্থাৎ ১০ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার ভোর ৪টে ২৮ মিনিটে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন