পোস্টগুলি

এপ্রিল, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Hasnabad Blast: Rekha Patra: হাসনাবাদে ধৃত BJP নেতার ভাই....

ছবি
Hasnabad Blast: Rekha Patra: হাসনাবাদে ধৃত BJP নেতার ভাই.... হাসনবাদে ধৃত বিজেপি নেতার ভাই। বিজেপি নেতা নিমাই দাসের ভাই দিলীপ দাসকে গ্রেফতার করা হয়েছে আজ। উল্লেখ্য যে, গতকাল হাসনাবাদের শিমুলিয়া এলাকায় যে বিস্ফোরণ ঘটে, তাতে ৩ জন আহত হয়। ঘটনার পর গত রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায় সি আই ডি, বম্ব স্কোয়াড,  ফরেনসিক টিম।    কে এই দিলীপ দাস ?   উত্তর ২৪ পরগনার হাসনাবাদ, এখানকার বিজেপি নেতা নিমাই দাস। যাকে ২০২১ এর বিধানসভার ভোটে হিঙ্গলগঞ্জ আসনে বিজেপি প্রার্থী করে ছিল।  এই নিমাই দাসের ভাই দিলীপ দাস। তিনিও বিজেপি করেন। পাশাপাশি বাড়িতেই থাকেন। এই দিলীপ দাসের বাড়িতেই শনিবার সকালে ঘটে বিস্ফোরণ। তখন তার স্ত্রী রান্না করছিলেন। ঘটনায় গুরুতর আহত হন দিলীপের স্ত্রী শ্যমলী। তাকে দ্রুত বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাইলাইটস: হাসনবাদে ধৃত বিজেপি নেতার ভাই।  গতকাল হাসনাবাদের শিমুলিয়া এলাকায় যে বিস্ফোরণ ঘটে তার ভিত্তিতে এই গ্রেফতার । বিজেপি প্রার্থী রেখা পাত্রের  অভিযোগ ঘটনার সবটাই তৃণমূলের চক্রান্ত। গতকালের ঘটনার পর আজই গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা নিমাই দাসের ...

২৬ হাজার চাকরি বাতিল: সুপ্রিম কোর্ট জানিয়ে দিল শুনানির দিন ক্ষণ।

ছবি
  ২৬ হাজার চাকরি বাতিল:  সুপ্রিম কোর্ট জানিয়ে দিল শুনানির দিন ক্ষণ। , মামলা শুনবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের সঙ্গে থাকবেন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। সূত্রের খবর, নির্ধারিত দিন বেলা ১২টা নাগাদ এই মামলার শুনানি শুরু হতে পারে। হাইলাইটস: * আগামী সোমবার এস এস সির প্রায় ২৬,০০০ চাকরি বাতিল   মামলা শুনবে দেশের সর্বোচ্চ আদালত।  * মামলা শুনবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। * প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সঙ্গে থাকবেন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। শনিবার সুপ্রিম কোর্ট সূত্রে খবর, আগামী সোমবার অর্থাৎ (২৯ এপ্রিল) এসএসসির প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলা শুনবে দেশের সর্বোচ্চ আদালত। ২৫,৭৫৩ স্কুল শিক্ষকের চাকরি বাতিলের কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। সেই মামলার শুনানির দিনক্ষণ জানিয়ে দিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতির বেঞ্চই শুনবে এই মামলা।   প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের সঙ্গে থাকবেন বিচারপতি জে...