২৬ হাজার চাকরি বাতিল: সুপ্রিম কোর্ট জানিয়ে দিল শুনানির দিন ক্ষণ। - DHAR ARTS

Breaking

dhar arts


 


 


الأحد، 28 أبريل 2024

২৬ হাজার চাকরি বাতিল: সুপ্রিম কোর্ট জানিয়ে দিল শুনানির দিন ক্ষণ।

 

SSC-Scam-West-Bengal                       Govt Moves SC


২৬ হাজার চাকরি বাতিল:  সুপ্রিম কোর্ট জানিয়ে দিল শুনানির দিন ক্ষণ।
, মামলা শুনবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের সঙ্গে থাকবেন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। সূত্রের খবর, নির্ধারিত দিন বেলা ১২টা নাগাদ এই মামলার শুনানি শুরু হতে পারে।

হাইলাইটস:


* আগামী সোমবার এস এস সির প্রায় ২৬,০০০ চাকরি বাতিল   মামলা শুনবে দেশের সর্বোচ্চ আদালত। 

* মামলা শুনবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ।

* প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সঙ্গে থাকবেন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র।


শনিবার সুপ্রিম কোর্ট সূত্রে খবর, আগামী সোমবার অর্থাৎ (২৯ এপ্রিল) এসএসসির প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলা শুনবে দেশের সর্বোচ্চ আদালত।
২৫,৭৫৩ স্কুল শিক্ষকের চাকরি বাতিলের কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। সেই মামলার শুনানির দিনক্ষণ জানিয়ে দিল শীর্ষ আদালত।
প্রধান বিচারপতির বেঞ্চই শুনবে এই মামলা।

SSC-Scam-West-Bengal-Govt-Moves-SC


 

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের সঙ্গে থাকবেন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। সূত্রের খবর, নির্ধারিত দিন, বেলা ১২টা নাগাদ এই মামলার শুনানি শুরু হতে পারে।



Advertisement



ঘোষণা অনুযায়ী হাই কোর্টের চাকরি বাতিলের রায়ের ৪৮ ঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্টে গেলো রাজ্য সরকার। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গত বুধবার সুপ্রিম কোর্টে একযোগে মামলা দায়ের করে রাজ্যের শিক্ষা দফতর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই মামলার শুনানি শুরু হচ্ছে আগামী সোমবার থেকে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ শুনবে এই মামলা। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সঙ্গে থাকবেন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। সূত্রের খবর, আগামী সোমবার বেলা ১২টা নাগাদ দেশের শীর্ষ আদালতে এই মামলার শুনানি শুরু হতে চলেছে।
প্রসঙ্গত, মামলা দায়েরের পর সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছিল, মামলার শুনানির দিন স্থির হয়েছে আগামী ৩রা মে। কিন্তু কোন বিচারপতির বেঞ্চ সেই মামলা শুনবে তা তখনও জানানো হয়নি। মামলাকারী পক্ষ চেয়েছিল, উল্লেখিত মামলার শুনানি যেন প্রধান বিচারপতির বেঞ্চেই হয়। সেই মতোই শনিবার দেখা গেল, এগিয়ে এসেছে মামলার শুনানির দিন। সোমবার বেলা ১২টা থেকেই এই মামলার শুনানি শুরু হবে বলে জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত।



Advertisement



উল্লেখ্য যে,গত সোমবার এসএসসির নিয়োগে ‘দুর্নীতি’র মামলায় রায় ঘোষণা করেছিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির তত্ত্বাবধানে ডিভিশন বেঞ্চ। ২০১৬ সালের নিয়োগের  সম্পূর্ণ প্রক্রিয়া বাতিল বলে ঘোষণা করে কোলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এতে চাকরি হারান ২৫,৭৫৩ জন। এবং সেই সঙ্গে যাঁরা মেয়াদ-উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যাঁরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। চার সপ্তাহের মধ্যে ১২ শতাংশ হারে সুদ-সহ সম্পূর্ণ বেতন ফেরত দিতে বলা হয়েছে ওই চাকরিপ্রাপকদের। হাই কোর্ট আরও জানায়, যে এসএসসি দুর্নীতি সংক্রান্ত অভিযোগগুলি নিয়ে তদন্ত চালিয়ে যাবে সিবিআই। প্রয়োজনে তারা সন্দেহভাজনদের হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারবে। অভিযোগ ছিল, অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য নাকি বাড়তি পদ তৈরি করা হয়েছিল এসএসসিতে। সেই পদ তৈরির অনুমোদন দিয়েছিল খোদ মন্ত্রিসভা। সোমবারের রায়ে আদালত জানায়, সিবিআই চাইলে মন্ত্রিসভার সেই সদস্যদেরও হেফাজতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। হাই কোর্টের এই রায়ের খবর প্রকাশ্যে আসতেই তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে চাকরিহারাদের মধ্যে। তাঁদেরও প্রশ্ন, কয়েক জনের দুর্নীতির জন্য সকলের চাকরি কেন বাতিল করা হবে? বিক্ষোভ দেখাতে ইতিমধ্যেই রাস্তায় নেমেছেন তাঁরাও। এ বার সেই মামলাই পৌঁছে গেল দেশের সর্বোচ্চ আদালতে।

ليست هناك تعليقات:

إرسال تعليق