কর্মক্ষেত্রের হারিয়ে যাওয়া মান সম্মান পুনরুদ্ধার করতে বাড়ি বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের এই নির্দিষ্ট যায়গায় ফিনিক্স পাখির ছবি রাখুন! - DHAR ARTS

Breaking

dhar arts


 


 


الثلاثاء، 16 فبراير 2021

কর্মক্ষেত্রের হারিয়ে যাওয়া মান সম্মান পুনরুদ্ধার করতে বাড়ি বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের এই নির্দিষ্ট যায়গায় ফিনিক্স পাখির ছবি রাখুন!


এই পাখির উল্লেখ মিশর, ইউনানী, ফরাসি, রোমান, ও চিনা রূপকথায় ও সেই সব দেশের বিভিন্ন পৌরাণিক গ্রন্থে পাওয়া যায়। তবে বিভিন্ন গ্রন্থ বিচার করে এই পাখি সম্মন্ধে যে ধারণা পাওয়া যায়, তা হলো দেখতে বিরাট আর শক্তিশালী, রঙ্গিন লেজ ও ডানাটিও বেশ বড়। তীক্ষ্ণ ধারালো ঠোঁট। সবদিক থেকে দেখতে গেলে অনেকটা ঈগল আকৃতি। তবে গলার দিক থেকে মুখ পর্যন্ত গঠন টা অনেকটা ময়ুরের মতো। 

কিন্তু এটা কোনো সাধারণ পাখির প্রতিকৃতি নয়। কিছু কিছু পৌরাণিক গ্রন্থ কথায় পাওয়া যায়, এই পাখিটি যেন সম্পূর্ণ সোনায় তৈরি। এবং তা এতোটাই উজ্জ্বল যেন মনে হয় এক বিরাট আগুনের গোলায় তৈরি। রোমের পৌরাণিক কাহিনী অনুসারে মনে করা হয়, এই পাখির বাসস্থান আরাবিয়া (আরব দুনিয়া) তে। বিভিন্ন গ্রন্থ ও লোক কথা অনুসারে মনে করা হয়, এই পাখি ৫০০ থেকে ১০০০ বৎসর জীবিত থাকতে পারে।

রূপকথা অনুসারে এই পাখি নিজেই নিজের জীবন সমাপ্তি কালে আগুনে আত্মদাহ হয়ে মৃত্যু কে বরন করে। এবং একসময়ে সৃষ্ট তার দেহ ভষ্ম বা সেই ছাই থেকে আবার পুনরায় জীবিত হয়ে পূর্ব রূপ ফিরে পায়। এবং সেই পাখির মোট জীবন কাল অর্থাৎ গড় আয়ু পূরাতন পাখির মতোই ৫০০ থেকে ১০০০ বৎসর! মৃত হয়ে আবার পুর্নর্জ্জীবন ফিরে পাওয়া এই পাখিকে চীনা রূপকথায় বলা হয় অমর পক্ষী।

তাই ফেংশুই মতে ফিনিক্স পাখির ছবি হলো সৌভাগ্য ও দীর্ঘায়ুর প্রতিক। এই পাখির ছবি ঘরে রাখলে, বিশেষ করে ব্যবসায়ী দের ব্যবসার প্রভূত উন্নতি হয়। রূপকথা অনুসারে যে ভাবে মৃত পাখি পু্র্নর্জ্জীবিত হয়ে আবার ফিরে আসে, ঠিক সেই ভাবে একজন ক্ষতিগ্রস্ত সর্বশান্ত হওয়া ব্যবসায়ী আবার তার ব্যবসায়ী প্রতিষ্ঠান কে পুনরুদ্ধার করতে সক্ষম হন। এবং হারিয়ে যাওয়া মান সম্মান পুনরায় লাভ করতে সক্ষম হন। মনে রাখবেন আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠান বা দোকান ঘর বা অফিস ঘরের দক্ষিণ পূর্ব বা দক্ষিণ দেওয়ালে এর ছবি টাঙিয়ে রাখা সব দিক দিয়ে শুভ।



ليست هناك تعليقات:

إرسال تعليق