মাত্র উনিশেই হার্ট অ্যাটাকে মৃত্যু বাংলার প্যারা সাঁতারুর !
আবার সেই বহু চর্চিত হার্ট অ্যাটাক। এবার হার্ট অ্যাটাকে মৃত্যু হলো হাওড়ার সালকিয়ার প্যারা সুইমার অমর্ত্য চক্রবর্তী। বয়স মাত্র ১৯! বাংলার থেকে তিনবার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। কিন্তু জীবনের প্রকৃত লড়াইয়ে তাকে হার মানতেই হলো। বুধবার সকালেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে নতুন দিল্লির জিবি পন্ত হাসপাতালে ভর্তি হন, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তবে ছেলের মৃত্যুর পরেই চিন্তায় পড়েছে তার পরিবার। বাবা অমিতোষ চক্রবর্তী বলেন নিজের জীবনের সমস্ত সঞ্চিত অর্থ ছেলের চিকিৎসার জন্য খরচ করে ফেলেছেন। ক্রীড়ামন্ত্রক ও প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়া ( PCI) কে আর্থিক সহায়তার জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও কোনও রকম সাহায্য তিনি পাননি।
অমর্ত্যর বাবা অমিতোষের আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে ছেলের দেহ ফেরানোর খরচও বহন করতে পারছেন না তিনি। ছেলের মৃতদেহ দিল্লি থেকে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সালকিয়ায় তার নিজের শহরে নিয়ে যাওয়ার জন্য আর্থিক সাহায্যের জন্য অনুরোধ করছেন অমিতোষ। সংবাদ সংস্থাকে অমিতোষ বলেন, ''আমার অবস্থা ভিক্ষুকের মতো হয়ে গেছে। কোনও আমানত-পুঁজি নেই,তাঁর চিকিৎসায় সব খরচ করেছি, ঋণগ্রস্ত হয়ে পড়েছি।''
আরও পড়ুন 👇👇👇👇
কোভিড ভ্যাকসিন নেওয়ার পর একাদশ শ্রেণীর ছাত্রী অনুষ্কার মৃত্যু......!
কিন্তু প্রশ্ন হলো কেন এই অল্পবয়সী দের বার বার হার্ট অ্যাটাক হচ্ছে ? যেটা ২০২০ সালের আগে অবধি ছিল না। কিন্তু জনমানসে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এর কারণ কোভিড ভ্যাকসিন নয়তো.....! একদিন না একদিন এই রহস্যের পর্দা উঠবেই, কিন্তু ততদিনে হয়তো আমরা হারিয়ে ফেলব অনেক কিছু, হারিয়ে ফেলবো আমাদের প্রিয়জনদের। তাই সজাগ থাকুন, সদা সতর্ক থাকুন। অমরত্ব লাভের আশায় অমৃত পান করতে গিয়ে বিষ পানের ঝুঁকি না নেওয়াই বুদ্ধি মানের কাজ।







ليست هناك تعليقات:
إرسال تعليق