চলুন ঘুরে আসি পাহার নদী সবুজে ঘেরা অপরূপ সৌন্দর্যে মায়ের থান মাইথন এর কল্যানেশ্বরী মন্দির !
চলুন ঘুরে আসি পাড়ার নদী সবুজে ঘেরা অপরূপ সৌন্দর্যে মোড়া মায়ের থান মাইথন কল্যানেশ্বরী মন্দির ! আমি জানি যে নারী এমন আছেন যারা শীতের মরশুমে ঘুরতে ভালোবাসেন। তবে মোটা গরমের সময় বাদ দিয়ে মুটি কিছুটা অবকাশই এই সময়ে বেড়িয়ে পড়তে যেতে পারে, কি বলেন? আজ এমন একটা জায়গায় যাবো, যে রথ দেখা আর কলা বেচা দুই এক সাথে হবে। আজকে আমি গল্পে তোমার নিয়ে যাবো ঝাড়খণ্ড গল্প লাগায় দেবী কল্যাণেশ্বরী মন্দিরে। আর সুবিধা দেওয়া মাত্র ৩ দূরত্বে রয়েছে জল জঙ্গল পাহাড়ের এক অপরূপ বৈচিত্রের কম্বিনেশন মাইথন ড্যাম বা মাইথন জলাধার। মা কল্যাণেশ্বরীর নাম এই জলধারের নাম রাখা হয়েছে মাইথন। এর অর্থহা, মা এর বাসভূমি' বা 'মা এর থান'। সংবাদ ডিভি সিআর সবচেয়ে বড় জলাধার। যা বরাকরের উপর নির্মিত। তাই হাতে কম করে ২দিন সময় নিয়ে নিয়ে। যাই হোক এবার কল্যাণেশ্বরী মন্দিরের কথায় আসি। এখানে সারা বছরই পূণ্যার্থীদের ভিড় লেগেই থাকে। শুধু আমাদের রাজ্যেরই নয়, পাশের রাজ্যে ঝাড়খণ্ড, বিহার,ও এমনকি উত্তর প্রদেশের থেকে আগত পূণ্যার্থীরাও এখানে এসে ভিড় করে থাকেন। কথিত আছে এখানে এলে মা নাকি কাউকে খালি হাতে ফেরান না। মায়ে...