এখানেই রয়েছে পূর্ব ভারতের বৃহত্তম শিবলিঙ্গ..! মহারাজা কৃষ্ণ চন্দ্রের স্মৃতি বিজড়িত শিব নিবাস।
এখানেই রয়েছে পূর্ব ভারতের বৃহত্তম শিবলিঙ্গ..! মহারাজা কৃষ্ণ চন্দ্রের স্মৃতি বিজড়িত শিব নিবাস। সারাংশ : * এখানে প্রতিষ্ঠিত যে শিবলিঙ্গ টি, তাহলো পূর্ব ভারতের সবথেকে বড় শিব লিঙ্গ! মহারাজা কৃষ্ণ চন্দ্রের হাত ধরে এই বিগ্রহ প্রতিষ্ঠা হয়। * শিব রাত্রির সময় এই মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। ভীম চতুদর্শীর সময় আসে পাশের মন্দির সংলগ্ন এলাকা জুড়ে বিশাল মেলা বসে। শিবরাত্রি পর্যন্ত সেই মেলা চলে। * শিব মন্দিরের পাশাপাশি এখানে রয়েছে প্রভু শ্রীরামের মন্দির। মন্দিরে কষ্টি পাথরের নির্মিত ভগবান শ্রী রামের বিগ্রহ আর অষ্ট ধাতুর মাতা সীতার বিগ্রহ রয়েছে। আজ আমি গল্পে গল্পে আপনাদের নিয়ে যাবো নদীয়ার মাঝদিয়া চুর্ণী নদীর তীরে মহারাজা কৃষ্ণ চন্দ্রের স্মৃতি বিজড়িত শিব নিবাসে। এখানে বাবা ভোলানাথ শিবের নিবাস, তাই এই স্থান টির নাম শিব নিবাস। তবে স্থানের নামকরণ নিয়ে দ্বিমত থাকলেও থাকতে পারে, তাতে কিছু আসে যায় না। যাই হোক, এখানে উল্লেখ যোগ্য যে, এখানে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ টি পূর্ব ভারতের সবথেকে বড় শিব লিঙ্গ! মহারাজা কৃষ্ণ চন্দ্রের হাত ধরে বিগ্রহ প্রতিষ্ঠার পর চুর্ণী নদী দিয়ে বহু জল গড়িয়েছ...