বাস্তু অনুসারে দৌড়াচ্ছে এমন সাতটি সাদা ঘোড়ার ছবি কোথায় কিভাবে এবং কেনো রাখবেন! - DHAR ARTS

Breaking

dhar arts


 


 


السبت، 20 مارس 2021

বাস্তু অনুসারে দৌড়াচ্ছে এমন সাতটি সাদা ঘোড়ার ছবি কোথায় কিভাবে এবং কেনো রাখবেন!

Vastu - Seven - Horses - dhar - arts

আমাদের ভিন্ন প্রতিটি মানুষের ভিন্ন ভিন্ন সখ থাকে। তার মধ্যে যেমন মনে করুন, আপনি একজন পেইন্টার, ফটোগ্রাফার, বা ছবি বা আর্টের প্রতি আপনার একটু দুর্বলতা আছে। তাই আপনি আপনার বাড়িতে অনেক যায়গায় এমন সব বহু মূল্যবান ছবি লাগিয়ে আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করেছেন। কিন্তু আপনি হয়তো জানেন না, প্রতিটা ছবিই একটি বিশেষ দিকে তার বিশেষত্ব অনুযায়ী পজেটিভ শক্তি বা নেগেটিভ শক্তি প্রদান করে। এবং আপনার ভাগ্য নির্মানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ছবি লাগানোর পূর্বে সঠিক বাস্তুকারের পরামর্শ নিন। যেমন ধরুন, আপনি হয়তো দেখে থাকবেন অনেক দোকান বা বাড়িতে সাতটা সাদা ঘোড়া দৌড়াচ্ছে এমন ছবি লাগানো রয়েছে। এবং আপনার মনে হচ্ছে ছবিটা কিন্তু খুব দৃষ্টি নন্দন। তাই এমন ছবি আপনারও লাগানো উচিত! আপনি জানেন না কোথায়, কিভাবে এই ছবি টাঙাতে হবে, বা এর ফল কি? আমি বলবো এই ছবি বাস্তু দোষ কাটানোর জন্য একদম আদর্শ উপায়। 

এবার আলোচনা করে নিই বাস্তু অনুযায়ী এই ছবি কতটা, এবং কিভাবে আপনার সৌভাগ্যের সহায়ক হয়ে উঠবে।


জীবনে সফল হওয়ার জন্য একজন মানুষের প্রাথমিক শর্ত হলো তাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তার সঙ্গে হতে হবে বলবান, ত্বেজবান ও বীর্যবান। বাস্তু শাস্ত্র অনুযায়ী যদি আপনি আপনার ঘর, বা ব্যবসা ক্ষেত্র, অথবা অফিসে, দৌড়াচ্ছে এমন ঘোড়ার ছবি লাগান, তবে আপনার আটকে থাকা বাধাপ্রাপ্ত হওয়া সকল কাজ, আবার পুনরায় গতি ফিরে পাবে। বাস্তু অনুসারে দৌড়াচ্ছে এমন ঘোড়া শক্তি, সফলতা ও প্রগতির প্রতিক। সাতটা ঘোড়া দৌড়াচ্ছে এমন ছবি ব্যবসা বৃদ্ধির সফলতার প্রতিক হিসাবে মনে করা হয়। কেননা শাস্ত্র অনুসারে সাত সংখ্যা অতি গুরুত্বপূর্ণ। স্মরণে রাখবেন পূরাণে বর্ণিত সূর্য্য দেবের কিন্তু সাতটি ঘোড়া।

Surya - god

আকাশে আমরা যখন রামধনু বা ইন্দ্রধনু  যাই দেখতে পাই, তারও কিন্তু সাতটা রঙ। আসলে এটা সূর্যের প্রতিফলিত রশ্নির বিশ্লেষিত সাতটি রঙ। পুরাণে বর্ণিত ব্রহ্মার পুত্র সপ্ত ঋষি, হিন্দু ধর্মে সাত পাকে বিবাহ, বা সাত জন্মের বন্ধন, ইত্যাদি ইত্যাদি।
Lord - Brahma - seven - son's

এই জন্যই সাত সংখ্যাকে প্রকৃতই শুভ ও সার্বভৌম হিসাবে মনে করা হয়। ব্যবসা ক্ষেত্রে বা অফিসে লাগানোর সময়ে একটা কথা মাথায় রাখবেন, ঘোড়ার ছবিটি মূল দরজার পাশে ভেতরের দেওয়ালে লাগাবেন। যাতে মনে হয়, ঘোড়া দৌড়ে আপনার অফিসের ভেতরে প্রবেশ করছে। আর যদি সেই দেওয়াল টা দক্ষিণ দিক হয়, তাহলে সবথেকে ভালো হয়।
Seven horses - in - office - room- dhar - arts

দৌড়ানো সাদা ঘোড়া প্রগতি ও সফলতার প্রতীক। শুধু তাই নয়, সাদা রঙ সৎ ও শান্তির প্রতীক। তাই দৌড়ানো সাতটি সাদা ঘোড়া সর্ব কার্য্যে বাধা মুক্তি ঘটিয়ে প্রতিনিয়ত আপনার কর্মের গতি বৃদ্ধি করে। যদি আপনি আপনার অফিসে বা বাড়িতে থাকা এই ছবি বার বার দেখেন, তার ফলে একটা প্রতিক্রিয়া কিন্তু আপনার দৈনন্দিন কার্য্য প্রণালীর  ওপরে পড়বে। এতে আপনি এক রকম এনার্জি পাবেন। যা দিয়ে আপনার কর্ম ক্ষমতা প্রতিনিয়ত বৃদ্ধি পাবে। এবং আপনার আর্থিক উন্নতি দ্রুত ঘটবে।


সব শেষে একটাই কথা বলবো, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি জ্যোতিষ, বাস্তু, ফেংশুই, যন্ত্র, তন্ত্র সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের এই পেজটি তে লাইক দিন, আর আমাদের ইউটিউব চ্যানেল ( DHAR ARTS ) টি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকন টি প্রেস করে দিন......।

ليست هناك تعليقات:

إرسال تعليق