গৃহের কল্যাণে সৌভাগ্যের প্রতীক ! - DHAR ARTS

Breaking

dhar arts


 


 


মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

গৃহের কল্যাণে সৌভাগ্যের প্রতীক !



আপনি নতুন ফ্ল্যাট কিনেছেন, বা জমি কিনে নতুন বাড়ি তৈরি করেছেন? কিন্তু সম্পূর্ণ হয়ে যাওয়ার পরও কিছু কিছু ত্রুটি থেকে যায়। বা বলতে পারি অনেক সময় চাইলেও সঠিক ভাবে বাস্তু অনুসারে ঘর বাড়ি তৈরি করা সম্ভব হয়ে ওঠে না। আজকের এই প্রতিবেদনে আমি বলবো নতুন বাড়ি বা ফ্ল্যাট সাজানোর পরেও কিছু কিছু ছোট খাটো দোষ থেকে যায়। যার কারণে অনেক সময় আপনার পরিবারে লেগে থাকে ছোট খাটো অশান্তি, ঝুট ঝামেলা। আয়ের তুলনায় ব্যায় বেশি, ব্যবসায় মন্দা, ঋণ, মামলা মোকদ্দমা, রোগ ব্যাধি, এছাড়াও আরও অনেক কিছু হতে পারে। বাস্তু, ফেংশুই মতে এমন কিছু কিছু সহজ লভ্য দ্রব্য আছে, যা দিয়ে অতি সহজেই বাস্তু দোষ নিয়ন্ত্রণ করা যায়। আজকের বিষয় ওঁ  +  স্বস্তিক +  ত্রিশুল ও মঙ্গল ঘট!


বিয়ে বা অন্যকোন শুভ অনুষ্ঠান উপলক্ষে আপনারা নিশ্চয়ই ঘরের প্রধান দরজার বাইরে দেওয়ালের গায়ে স্বস্তিক চিহ্ন লাগাতে দেখেছেন। মান্যতা আছে যে, এই চিহ্ন সর্বদা গৃহের জন্য মঙ্গল কারী হয়। আমরা মাঙ্গলিক চিহ্ন হিসেবে ওম, স্বস্তিক ও ত্রিশুল ব্যবহার করতে পারি। এটি বাজারে খুবই সহজ লভ্য ও দাম ও সাধ্যের মধ্যে । এই বস্তু সাধারণত বিভিন্ন আকারের ধাতব, প্লাস্টিক, ও স্টিকার জাতীয় এই তিন ধরনের পাওয়া যায়। বা ছবি অনুসারে এটি আপনি নিজেই অঙ্কণ করে নিতে পারেন। আপনি আপনার কাজের টেবিলে ওঁ+ স্বস্তিক+ ত্রিশুল- এর এই সংযুক্ত ছবি রাখতে পারেন। আপনি আপনার মানি ব্যাগেও এই রকম একটি ছবি রেখে দিন। এই প্রসঙ্গে একটি কথা অবশ্যই মাথায় রাখবেন, দেখবেন মানি ব্যাগ টি যেন চামড়ার না হয়! এই চিহ্ন আপনাকে সবসময় সৌভাগ্য বলয় দিয়ে ঘিরে থাকবে। 



এছাড়াও আরও একটি কাজ করতে পারেন, তা হলো ঘরের সদর দরজার ওপরের দিকে, যে কোনো মঙ্গলবারে একটি সুদৃশ্য মঙ্গল ঘট ঝুলিয়ে দিন। এটি ঝোলানোর পূর্বে যে কোনো কালি মন্দির থেকে বিশেষ দিনে পূজা বা শোধন করিয়ে নেবেন। এতে আপনি ও আপনার পরিবারের সুরক্ষা ও শিঘ্রই সৌভাগ্য লাভ করবেন। সব শেষে একটাই কথা বলবো, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি জ্যোতিষ, বাস্তু, ফেংশুই, যন্ত্র, তন্ত্র সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের এই পেজটি তে লাইক দিন, আর আমাদের ইউটিউব চ্যানেল ( DHAR ARTS ) টি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকন টি প্রেস করে দিন......।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন