নেগেটিভ এনার্জি কে পজেটিভ এনার্জিতে পরিবর্তিত করে এই হাওয়া ঘন্টা ! - DHAR ARTS

Breaking

dhar arts


 


 


শুক্রবার, ৫ মার্চ, ২০২১

নেগেটিভ এনার্জি কে পজেটিভ এনার্জিতে পরিবর্তিত করে এই হাওয়া ঘন্টা !


আপনি নতুন ফ্ল্যাট কিনেছেন, বা জমি কিনে নতুন বাড়ি তৈরি করেছেন? কিন্তু সম্পূর্ণ হয়ে যাওয়ার পরও কিছু কিছু ত্রুটি থেকে যায়। বা বলতে পারি অনেক সময় চাইলেও সঠিক ভাবে বাস্তু অনুসারে ঘর বাড়ি তৈরি করা সম্ভব হয়ে ওঠে না। আজকের এই প্রতিবেদনে আমি বলবো নতুন বাড়ি বা ফ্ল্যাট সাজানোর পরেও কিছু কিছু ছোট খাটো দোষ থেকে যায়। যার কারণে অনেক সময় আপনার পরিবারে লেগে থাকে ছোট খাটো অশান্তি, ঝুট ঝামেলা। আয়ের তুলনায় ব্যায় বেশি, ব্যবসায় মন্দা, ঋণ, মামলা মোকদ্দমা, রোগ ব্যাধি, এছাড়াও আরও অনেক কিছু হতে পারে। বাস্তু, ফেংশুই মতে এমন কিছু কিছু সহজ লভ্য দ্রব্য আছে, যা দিয়ে অতি সহজেই বাস্তু দোষ নিয়ন্ত্রণ করা যায়।  আজকের বিষয় হলো হাওয়া ঘন্টা! সৌভাগ্য কে উজ্জ্বল করে তুলতে, ফেংশুই বিদ্যা ঘরে বা ফ্ল্যাট বাড়ীতে হাওয়া ঘন্টা লাগানোর সুপরামর্শ দেয়। সাধারণ ঘন্টা বা হাওয়া ঘন্টা দেখতে যেমন এক নয়, তেমনি কাজেও বিস্তর ফারাক! হাওয়া ঘন্টা ঝোলানো হয় মূলত দুটি কারণে। প্রথমতঃ বাড়ীর আবর্জনা বা জঞ্জাল জমার কারণে যে নেগেটিভ শক্তি উৎপন্ন হয়, তাকে নিস্তেজ করা বা শোষণ করার জন্য। এতে মৌল তত্ত্বের অসামঞ্জস্য দুর হয়। এবং স্থিতিশীলতা ফিরে আসে। হাওয়া ঘন্টার দ্বিতীয় কাজ হলো পজেটিভ শক্তি কে উদ্দীপিত করা এবং বাইরের থেকে পজেটিভ শক্তি কে আকর্ষণ করে ঘরে নিয়ে আসা। কিন্তু এই হাওয়া ঘন্টা বাড়ীর সব জায়গায় যেখানে সেখানে ঝুলিয়ে দেওয়া একদমই উচিত হবে না।



সর্বদা সঠিক যায়গায় এটাকে ঝুলিয়ে দেওয়া উচিত হবে। না হলে যে কোনো যায়গায় লাগানোর ফলে আপনার বাস্তু তে সমস্যা হতে পারে। ফেংশুই মতে হাওয়া ঘন্টা লাগানোর কয়েকটি বিশেষ নিয়ম আছে। এইবার সেই নিয়ম গুলো আমি আলোচনা করছি। কোথায় হাওয়া ঘন্টা লাগানোর পূর্বে আপনাকে সর্বপ্রথম চিন্তা করে নিতে হবে, কি উদ্দেশ্যে আপনি এটিকে ব্যবহার করতে চাইছেন! সত্যি তো এটাই যে, আমরা সকলেই মন্দ ভাগ্য এবং নেগেটিভ শক্তি কে দুর করে, পজেটিভ শক্তি কে বাড়িয়ে তুলতে চাই। যদি বিষ-তীর ( কারোর কু-নজর বা কু-চিন্তার কারণে তৈরী হওয়া নেগেটিভ শক্তি ‌) বা অন্য কোনো কারণে তৈরী হওয়া দূর্ভাগ্য বা ক্ষতিকর সম্ভাবনাকে দুর করার জন্য একে ব্যবহার করতে চান, তাহলে ৫ ( পাঁচ) টি রড যুক্ত হাওয়া ঘন্টা ব্যবহার করুন। আবার যদি কোনো দিক কে শক্তিশালী করে তুলতে চান, তাহলে ৬ (ছয়) বা ৮ ( আট) রড যুক্ত হাওয়া ঘন্টা লাগাতে হবে। হাওয়া ঘন্টার ক্ষেত্রে রডের সংখ্যা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ হলো কি জিনিষ দিয়ে সেটি তৈরী, এবং তার রঙ কি! আপনি যদি ধন সম্পদ,মান যশ খ্যাতি বা পারিবারিক সম্পর্কের উন্নতি চান, তাহলে আপনাকে কাঠের তৈরী হওয়া ঘন্টা ব্যবহার করতে হবে।


যশ খ্যাতির জন্য লাল রঙ, এবং ধন সম্পদ ও পারিবারিক ক্ষেত্রের জন্য সবুজ রঙ শুভ। কর্মক্ষেত্রের উন্নতি এবং উপকারী বন্ধুদের সাহায্য লাভের জন্য যদি আপনি ব্যগ্র হন, তাহলে রাপালী বা ধূসর রঙের ধাতু নির্মিত হাওয়া ঘন্টা ব্যবসার করুন।

স্বাস্থ্য জ্ঞান শিক্ষা এবং দাম্পত্য সম্পর্কের যদি উন্নতি চান, তাহলে সেরামিকের তৈরী লাল রঙের হাওয়া ঘন্টা লাগাবেন।


সব শেষে একটাই কথা বলবো, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি জ্যোতিষ, বাস্তু, ফেংশুই, যন্ত্র, তন্ত্র সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের এই পেজটি তে লাইক দিন, আর আমাদের ইউটিউব চ্যানেল ( DHAR ARTS ) টি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকন টি প্রেস করে দিন......।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন