এবার আলোচনা করে নিই বাস্তু অনুযায়ী এই ছবি কতটা, এবং কিভাবে আপনার সৌভাগ্যের সহায়ক হয়ে উঠবে।
জীবনে সফল হওয়ার জন্য একজন মানুষের প্রাথমিক শর্ত হলো তাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তার সঙ্গে হতে হবে বলবান, ত্বেজবান ও বীর্যবান। বাস্তু শাস্ত্র অনুযায়ী যদি আপনি আপনার ঘর, বা ব্যবসা ক্ষেত্র, অথবা অফিসে, দৌড়াচ্ছে এমন ঘোড়ার ছবি লাগান, তবে আপনার আটকে থাকা বাধাপ্রাপ্ত হওয়া সকল কাজ, আবার পুনরায় গতি ফিরে পাবে। বাস্তু অনুসারে দৌড়াচ্ছে এমন ঘোড়া শক্তি, সফলতা ও প্রগতির প্রতিক। সাতটা ঘোড়া দৌড়াচ্ছে এমন ছবি ব্যবসা বৃদ্ধির সফলতার প্রতিক হিসাবে মনে করা হয়। কেননা শাস্ত্র অনুসারে সাত সংখ্যা অতি গুরুত্বপূর্ণ। স্মরণে রাখবেন পূরাণে বর্ণিত সূর্য্য দেবের কিন্তু সাতটি ঘোড়া।
দৌড়ানো সাদা ঘোড়া প্রগতি ও সফলতার প্রতীক। শুধু তাই নয়, সাদা রঙ সৎ ও শান্তির প্রতীক। তাই দৌড়ানো সাতটি সাদা ঘোড়া সর্ব কার্য্যে বাধা মুক্তি ঘটিয়ে প্রতিনিয়ত আপনার কর্মের গতি বৃদ্ধি করে। যদি আপনি আপনার অফিসে বা বাড়িতে থাকা এই ছবি বার বার দেখেন, তার ফলে একটা প্রতিক্রিয়া কিন্তু আপনার দৈনন্দিন কার্য্য প্রণালীর ওপরে পড়বে। এতে আপনি এক রকম এনার্জি পাবেন। যা দিয়ে আপনার কর্ম ক্ষমতা প্রতিনিয়ত বৃদ্ধি পাবে। এবং আপনার আর্থিক উন্নতি দ্রুত ঘটবে।
সব শেষে একটাই কথা বলবো, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি জ্যোতিষ, বাস্তু, ফেংশুই, যন্ত্র, তন্ত্র সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের এই পেজটি তে লাইক দিন, আর আমাদের ইউটিউব চ্যানেল ( DHAR ARTS ) টি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকন টি প্রেস করে দিন......।











কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন