নেগেটিভ শক্তি কে প্রতিহত করতে ঘরের বিশেষ জায়গায় রাখুন রঙিন মাছের অ্যাকোরিয়াম !

beautiful aquarium fish

প্রথমেই বলবো রঙিন মাছের অ্যাকোরিয়ামের কথা।  আমরা অনেকেই আছি, যাদের অনেক রকম সখ থাকে। তার মধ্যে একটা হলো বাড়িতে রঙিন মাছের অ্যাকোরিয়াম রাখা। কিন্তু জানেন কি, সত্যি এই মাছের অ্যাকোরিয়াম বাস্তু অনুযায়ী সৌভাগ্য বৃদ্ধির সহায়ক হয়ে উঠতে পারে। কিন্তু কিভাবে তা সম্ভব হবে? এবার সে বিষয়ের ওপরই আলোচনা রাখবো। 
fish aquarium


প্রথমেই আমরা যা চিন্তা করি, সেটা হলো অ্যাকোরিয়াম রাখবার সঠিক যায়গা। অ্যাকোরিয়াম সবসময় রাখতে হয় বৈঠক খানা ঘরে। ঐ ঘরের উত্তর পূর্ব কিংবা দক্ষিণ পূর্ব দিক হলো এটি রাখার প্রশস্ত ক্ষেত্র। শোবার ঘর, রান্না ঘর বা বাথরুমে কখনোই মাছের অ্যাকোরিয়াম রাখবেন না। অনেক সময় দেখা যায়, অ্যাকোরিয়ামে রাখা মাছ গুলো মারা গেছে। এতে মন খারাপ বা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। বরং জানবেন যা হয়, তা ভালোর জন্যই হয়। হতে পারে, হয়তো এতে আপনার ভালো হলো। মনে রাখবেন মাছ নেগেটিভ শক্তি প্রতিহত করে অমঙ্গলকে দূর করে। আপনার বাড়িতে যে নেগেটিভ শক্তি জমে ছিল, মাছটি তাকে গ্রহণ করে মারা যায়। এর ফলে নিজের প্রাণের বিনিময়ে, আপনার দুর্ভাগ্য কে সাথে নিয়ে চলে যায়।



এই বার আমি বলবো অ্যাকোরিয়ামে কোন কোন ধরনের মাছ রাখা আবশ্যক! যাতে আপনার সৌভাগ্যে বৃদ্ধির সহায়ক হয়ে উঠতে পারে। মোটামুটি আনুপাতিক ভাবে যা রাখবেন তাহলো ৯ টি। তার মধ্যে ৮ টি হতে হবে সোনালী বা কমলা রঙের মাছ। আর একটি হবে কালো রঙের। যেহেতু কালো রঙের মাছটি নেগেটিভ শক্তি কে শোষণ করে, তাই এর উপস্থিতি বিশেষ ভাবে প্রয়োজন। তবে এর সাথে এটাও মাথায় রাখতে হবে, অ্যাকোরিয়াম কিন্তু সঠিক যায়গায় রাখা খুব জরুরি।

fish aquarium


সদর দরজা বা ঘরের প্রধান দরজার ডান দিকে (ভেতর থেকে) কখনও অ্যাকোরিয়াম রাখবেন না। ঘরের ভেতর থেকে যদি আপনি দরজার দিকে মুখ করে দাঁড়ান, তবে বাঁ দিকটি অ্যাকোরিয়াম রাখার সব থেকে সেরা যায়গা।


যদি কোন কারণ বশত আপনি অ্যাকোরিয়াম রাখতে অসমর্থ হন, তাহলে আপনি মাছ সহ অ্যাকোরিয়ামের ছবি সংগ্রহ করুন। তাতেও ঐ একই ফল লাভ হবে।


এবার বলবো গাছপালার কথা। যদিও এর আগে একটি প্রতিবেদনে আমি গাছ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। তার লিঙ্ক আমি এখানে দিয়ে দিলাম।  👇👇

     https://dhararts.blogspot.com/2021/03/vastu-tips-feng-shui-tree.html

pillar vastu tree


গাছ পালা কিন্তু আমাদের জীবনের সুস্থ ভাবে বেঁচে থাকার প্রতিক। গাছপালা আমাদের উন্নতি বৃদ্ধিকে সুচিত করে। গাছপালা আমাদের গৃহে পজেটিভ শক্তিকে প্রবাহিত করে। ফলে ঘরের মধ্যে থাকা মানুষের উৎসাহ ও কর্ম ক্ষমতা বৃদ্ধি পায়। উপযুক্ত বৃদ্ধি বিকাশের জন্য আপনি ঘরের মধ্যে টবে বসানো গাছ রাখতে পারেন। গাছটি যদি লতানো ধরণের হয়, তাহলে সেটিকে দড়ির সাহায্যে বেড়ে উঠতে সহায়তা করুন। আপনার বৈঠক খানা ঘরে বা অন্য কোনো ঘরের মাঝে যদি থাম বা পিলার থাকে , ফেংশুই মতে কিন্তু তা অশুভ ডেকে আনে। এই অশুভ ফল দুর করতে আপনি লতানো গাছ দিয়ে থামটিকে আড়াল করে দিন।

Vastu home ,Dhar arts


আপনার বাড়ির দরজার সামনেই অর্থাৎ দরজার পাশে যদি কোন জানালা থাকে, তাহলে ঘরে কোনো পজেটিভ শক্তি থাকতে পারে না। দরজা দিয়ে যদি কোনো পজেটিভ শক্তি প্রবেশ করে, তা কিন্তু পরক্ষণেই পাশের জানালা দিয়ে বাইরে বেরিয়ে যায়। এমনটা হলে বাড়ির সদস্যদের কারোর সঙ্গে কারোর সম্প্রতি সদ্ভাব বজায় থাকবে না। তারপর কর্মক্ষেত্রে ও জীবিকার পথে নানারকম বাঁধা ও বিপত্তি এসে হাজির হবে। এক্ষেত্রে বলবো দরজা ও জানালার মাঝে আপনি একটি বা একাধিক টব ওয়ালা গাছ বসিয়ে দিন।  গাছ নেগেটিভ শক্তি শোষণ করে, বিনা বাধায় ঘরে পজেটিভ শক্তি প্রবাহিত হতে সাহায্য করবে।

plant wall of the house


আপনার বাড়ির জমি যদি ইংরাজির L অথবা T আকৃতির হয়, এবং ঐ জমিতে যদি আপনি বাড়ি তৈরি করে থাকেন, তাহলে কিছু কিছু দিক অনুপস্থিত থাকবেই, অর্থাৎ সরল ভাষায় বলতে পারি, বাস্তু অনুযায়ী কিছু কিছু ত্রুটি থাকবে, যা পরবর্তী কালে যা আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এক্ষেত্রে একমাত্র গাছই আপনাকে সাহায্য করতে পারে। আপনি আপনার জমির শেষ সীমানা বরাবর গাছ লাগিয়ে দিন। এতে আপনার বাড়ির অসম্পূর্ণ আকৃতির সকল প্রকার দোষ খন্ডিত হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভোজ্য পত্র কি ? আসল ও নকল ভোজ্য পত্র চিনবেন কিভাবে ?

বারো মুখী রুদ্রাক্ষের উপকারিতা ও ব্যবহার বিধি !

স্বপ্ন দোষ ? কালসর্প দোষ ? বশীকরণ বা কর্মে সাফল্য চান? তাহলে জানুন ময়ুর পালকের কিছু অসামান্য গুনাগুন!