শনির কুম্ভে গমনের ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কি সত্যি খারাপ সময় আসতে চলেছে ?

শনির কুম্ভে গমনের সবচেয়ে কঠিন সময়ের সাক্ষী থাকবেন যে রাশির জাতকরা !





প্রথমেই বলবো শনির সাড়েসাতির অর্থাৎ সাড়ে সাত বছরের যে দশা, আড়াই বছর করে তার তিনটি পর্যায় বা ধাপে ভাগ রয়েছে। প্রথম পর্যায়ে শনি জাতক কে মানসিক কষ্ট প্রদান করে। দ্বিতীয় পর্যায় মানসিকের পাশাপাশি আবার আর্থিক ও শারীরিক কষ্টও দিয়ে থাকে। তৃতীয় পর্যায়ে জাতক বাস্তবিক ভৌতিক সুখ না পেলেও, সড়েসাতির সময়ে তৈরি হওয়া সকল সমস্যা ধীরে ধীরে সমাধানের পথে এগিয়ে যেতে থাকে। 


কর্মফলদাতা সূর্য পুত্র শনি দেব তার  রাশি পরিবর্তন করতে চলেছেন  ২০২২ সালের আগামী ২৯ শে এপ্রিল। জ্যোতিষ শাস্ত্রে এই রাশি পরিবর্তনকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিচার করা হয়। বর্তমানে শনি মকর রাশিতে অবস্থান করছেন।  এখানে লক্ষণীয় যে, কুম্ভ রাশির মতো এই মকর রাশির অধিপতিও কিন্তু শনি। শনি তার রাশি পরিবর্তনকালীন সময়ে কোনো রাশির ওপর সাড়েসাতি, আবার কোনও রাশির ওপর আড়াইয়ের প্রভাব শুরু হয়। 


আগেই বলেছি শনির সাড়েসাতির তিনটি পর্যায় অর্থাৎ তিনটি ধাপ রয়েছে। প্রথম পর্যায়ে শনি মানসিক কষ্ট প্রদান করে। দ্বিতীয় পর্যায় মানসিকের পাশাপাশি আর্থিক ও শারীরিক কষ্ট দিয়ে থাকে। তৃতীয় পর্যায়ে কিন্তু জাতকের কষ্ট ধীরে ধীরে কমতে শুরু করে। এই পর্যায় শনি ব্যক্তিকে তাঁর অতীতের ভুল সংশোধন করার সুযোগ করে দেন, এবং ভুল থেকে শিক্ষা নিতে নির্দেশ দেন। আসলে সাড়েসাতির এই সময় টা কর্মফল দাতা শনিদেব আমাদের জীবনে শিক্ষক রূপে অবতীর্ণ হন। বাস্তবিক জীবন ও তার ভালো মন্দ কে চিনতে সাহায্য করেন। এই সময়ে আমাদের কে জীবনের অনেক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় ! এবং বিগত দিনের অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে আমাদের জীবন পরীক্ষাতে  উত্তীর্ণ হতে হয়। এই তিনটি পর্যায়ের মধ্যে দ্বিতীয় পর্যায়ে জাতক সর্বাধিক কষ্ট ভোগ করে থাকে।








মকর থেকে কুম্ভে প্রবেশ


বর্তমানে যেহেতু শনি মকর রাশিতে বিরাজমান। সেই কারণে মকর, কুম্ভ ও ধনু রাশিতে সাড়েসাতি চলছে। বর্তমানে মকরে শনির সাড়েসাতির দ্বিতীয় পর্যায় চলছে। অন্য দিকে কুম্ভ ও ধনু রাশিতে প্রথম পর্যায় শেষ হয়ে দ্বিতীয় পর্যায়ে শুরু হতে চলেছে। আগামী ২৯ এপ্রিল শনি তার রাশি পরিবর্তন করে মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভে প্রবেশ করবে। এখানে উল্লেখ্য যে, দীর্ঘ ২৯ বছর পর শনি আবার তার নিজের রাশি কুম্ভে প্রবেশ করছে। 

কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতির মোট সময় কাল ২৪/০১/২০২০ থেকে ২৩/০২/২০২৮

এই সময় পর্যন্ত শনির সাড়েসাতি চলবে।

এক্ষেত্রে কুম্ভ রাশির জাতকদের সর্বদা সতর্ক ও সাবধান থাকতে হবে।


শনির রাশি পরিবর্তনের ফলে কুম্ভ জাতকদের ওপর সাড়েসাতির দ্বিতীয় পর্যায় শুরু হবে। সাধারণত এ সময় কুম্ভ রাশির জাতক কে সমস্ত ধরনের কষ্ট মোকাবিলা করতে হতে পারে। এই দ্বিতীয় পর্যায় ব্যক্তির পারিবারিক জীবনে প্রচুর ওঠানামা থাকবে। পাশাপাশি শারীরিক কষ্টও ভোগ করতে হতে পারে। মনে রাখবেন শনি কুম্ভ রাশির অধিপতি গ্রহ। তাই অন্য রাশির তুলনায় কুম্ভ জাতকদের জন্য দ্বিতীয় পর্যায় অতটা কষ্টদায়ক নাও হতে পারে। কারণ ঠিক যেমন আপন পিতা মাতা তাদের সন্তানের কষ্ট সহ্য করতে পারেন না, এক্ষেত্রেও তেমনটাই হতে পারে। শনি যেমন আপনাকে কষ্ট দেবে ঠিকই, কিন্তু আবার সেই কষ্ট লাঘব করার পথও আপনাকে বাতলে দেবে। এই আগত ও বিগত কষ্টের মাধ্যমে কুম্ভ রাশির জাতকেরা অতীতের বিভিন্ন ভুল ও অভিজ্ঞতা থেকে  এক মহান শিক্ষা লাভ করবে, বাস্তবজীবনে যা তাকে আগামী ভবিষ্যতে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে আরও সহায়ক হয়ে উঠবে।




মকর ও মীন রাশিতে প্রভাব


শনির এই গোচরের ফলে মকর রাশির জাতকদের ওপর শনির সাড়েসাতির শেষ পর্যায় শুরু হয়েছে। আবার মীন রাশির জাতকদের ওপর শুরু হবে সাড়েসাতির প্রথম পর্যায়। এই পর্যায়কে উদয় পর্যায়ও বলা হয়। আবার ধনু জাতকরা সাড়েসাতি থেকে মুক্ত হবে। এ সময় কর্কট ও বৃশ্চিক রাশির জাতকদের ওপর আড়াইয়ের প্রভাব পড়বে। অন্য দিকে মিথুন ও তুলা জাতকরা আড়াই থেকে মুক্তি পাবে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বারো মুখী রুদ্রাক্ষের উপকারিতা ও ব্যবহার বিধি !

ভোজ্য পত্র কি ? আসল ও নকল ভোজ্য পত্র চিনবেন কিভাবে ?

স্বপ্ন দোষ ? কালসর্প দোষ ? বশীকরণ বা কর্মে সাফল্য চান? তাহলে জানুন ময়ুর পালকের কিছু অসামান্য গুনাগুন!