বিদ্যা,ব্যবসায় বাধা? পারদ শিব লিঙ্গের প্রভাবে, নবগ্রহ, শনির সাড়ে সাতি, ও কালসর্প জনীত সমস্যা থেকে চিরতরে মুক্তি!
পারদ শিব লিঙ্গ সম্মন্ধে আলোচনা করার আগে, পারদ শিব লিঙ্গ যে উপকরণ দিয়ে তৈরী করা হয়, তার প্রধান উপকরণ অর্থাৎ পারদ। সেই পারদ সম্পর্কে দু-চার কথা আলোচনা করে নেওয়া যাক।পারদ কথাটার সঙ্গে আমরা প্রায় সকলেই অল্প বিস্তর পরিচিত। পারদ সম্পর্কে প্রায় আমাদের সকলেরই মোটামুটি একটা ধারণা আছে। পারদ কে চলতি কথায় পারা বলা হয়। এই পারা আসলে তরল ধাতু! সকল ধাতু অপেক্ষা ভারী। এবং যে কোনো তাপমাত্রাতে পারা তরল অবস্থাতেই থাকে। আমরা ডাক্তারি থার্মোমিটারের সঙ্গে বিশেষ ভাবে পরিচিত। এই থার্মোমিটারের মধ্যে থাকা রূপালী রঙের চকচকে বিশেষ অংশটি হলো পারদ। এই তরলটিকে বিশেষ রাসায়নিক প্রক্রিয়া দ্বারা জমাট বাঁধিয়ে শিবলিঙ্গের আকৃতি দেওয়া হয়। এই সম্পর্কে পরে কখনো বিশদভাবে আলোচনা করবো। আমরা যারা ঈশ্বরে বিশ্বাসী, তাদের ঘরে নিশ্চয়ই অন্য দেবতার সঙ্গে ভগবান শিবের প্রতিক শিব লিঙ্গের পূজা করা হয়। এবং ভগবান শিবের মাহাত্ম্য সম্পর্কে আমরা সকলেই অবগত। আশুতোষ ভগবান সামান্য বেল পাতাতেই তুষ্ট। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আপনার ঘরে তো কালো বা সাদা পাথরের শিব লিঙ্গ প্রতিষ্ঠিত আছে, তাহলে আলাদা করে পারদ শিব লিঙ্গের পূজা করবার কি...