কালো ঘোড়ার নালের আংটি শনির দশায় নীলার মতোই কার্যকরী।
নমস্কার আমার সকল পাঠক বন্ধুদের আমি আমার পেজে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভাল আছেন। পাঠক বন্ধু আজকের আমার বিষয় হলো, ঘোড়ার খুর বা নালের আংটি। এই ঘোড়ার খুর বা নালের আংটি সম্পর্কিত আমার ইউটিউব চ্যানেলে দুটি ভিডিও রয়েছে, তারমধ্যে একটিতে বলেছি এই নালের উপকারিতা সম্পর্কে, আর একটিতে দেখানো হয়েছে এই নাল কেটে পিটিয়ে পিটিয়ে কিভাবে আংটি তৈরি করা হয়। আমি নিজেও আমার হাতে ঘোড়ার নালের আংটি দীর্ঘদিন ধরে ধারণ করে আছি, যদি বলি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ও বিভিন্ন জ্যোতিষীর বয়ান অনুযায়ী যে যদি আংটি তার কার্যকারিতা করে শুভ ফল প্রদান করে, বা আংটি ধারণের কারনে সময় যদি আপনার অনুকূলে হয়, তাহলে আংটির উজ্জ্বল্যতা অনেকাংশে রৌপ্যের মতো বৃদ্ধি পায়। একটা কথা মাথায় রাখবেন, এই আংটি টি কিন্তু সম্পূর্ণ আগুনে না পুড়িয়ে বানানো হয়। আগুনে পুড়িয়ে তৈরি করলে সেটা শুভ ফল প্রদান করে না। আংটি টি সবসময় চেষ্টা করবেন একটু সামান্য ঢিলে পড়ার, এতে হাত ভালো থাকে। এর মুল কারণ গরম আর শীতে কিন্তু তাপমাত্রা অনুযায়ী আমাদের শরীরের তারতম্য ঘটে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো বলবেন অরিজিনাল পা...